Skip to main content
 

FAQ

বিচার বিভাগীয় তথ্য বাতায়ন কী?

বিচার বিভাগীয় তথ্য বাতায়ন বাংলাদেশের বিচার বিভাগের একমাত্র তথ্য বাতায়ন যা বাংলাদেশের বিচার বিভাগের সকল তথ্য দ্বারা সমৃদ্ধ । সরকারি উদ্যোগে বাংলাদেশের উচ্চ আদালত ও অধস্তন আদালত সহ সকল বিচার বিভাগ সম্পর্কিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট একসূত্রে সংযুক্ত করার নজির বিশ্বের বুকে সর্বপ্রথম বাংলাদেশেই স্থাপিত হয়েছে। বিচার বিভাগের প্রতিটি দপ্তরের মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারিদের নিরলস পরিশ্রমের ফসল এ তথ্য বাতায়ন। স্বচ্ছ, জবাবদিহিমূলক, উদ্ভাবনী ও জনমুখী বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং আদালত ও নাগরিকের মধ্যকার দূরত্ব কমানোর লক্ষেই এ বাতায়নের যাত্রা। বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও এটুআই প্রোগ্রামের নেতৃত্ব ও তত্বাবধায়নে পরীক্ষামূলকভাবে এটি শুরু হলেও ক্রমেই এর ব্যাপ্তি বিশাল হয়ে এখন অসংখ্য সাইটের অনন্য এক তথ্য ভান্ডারে পরিণত হয়েছে।

  বিচার বিভাগীয় তথ্য বাতায়নের নির্দিষ্ট কোন address/ ঠিকানা আছে কিনা?

হ্যাঁ আছে। শুধু বিচার বিভাগীয় তথ্য বাতায়ন নয় প্রত্যেকটি বাতায়নের জন্য আলাদা আলাদা address/ঠিকানা আছে। তবে একটি মাত্র ঠিকানা মনে রেখেই সকল বাতায়নের সুবিধা পাওয়া সম্ভব। যেমনঃ www.judiciary.org.bd এই ঠিকানা থেকেই সকল বাতায়নে surf করার সুবিধা বিচার বিভাগীয় বাতায়নে রাখা হয়েছে।

  বিচার বিভাগীয় তথ্য বাতায়ন কেন?

একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় দেশের উচ্চ আদালত ও সকল জেলা জজ আদালতের ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরা; কেন্দ্র অর্থ্যাৎ সুপ্রীম কোর্ট/ আইন ও বিচার বিভাগ থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত তথ্য প্রবাহ নিশ্চিত করা; বিচার বিভাগীয় তথ্য বাতায়ন সেবামুখী ও ব্যবহারকারী বান্ধব এবং সহজে হালনাগাদযোগ্য করা হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা হয়েছে। দেশের বিচার বিভাগীয় ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা এবং জনগণের চাহিদামাফিক সহজে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্যই বিচার বিভাগীয় তথ্য বাতায়ন তৈরি করা হয়েছে।

  এই ওয়েব পোর্টালের বিশেষ বৈশিষ্ট্য কি?

এই ওয়েব পোর্টালকে বাংলাদেশের বিচার বিভাগের প্রবেশদ্বার বলা হয় কেননা এই পোর্টালের মাধ্যমে দেশের সকল আদালতের সাথে সহজে যোগাযোগ করা যায় এবং সেই সকল আদালত হতে প্রদত্ত সেবা সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। বিচারিক সেবার সকল তথ্য এই ওয়েব পোর্টাল থেকে সংগ্রহ করা যায়, যা কিনা অন্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করা কষ্টকর ও সময়    স্বাপেক্ষ্

 

এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?

একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে এই ওয়েব পোর্টাল বিচারিক সেবাসমূহের সর্বশেষ তথ্য প্রদান করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। সকল বিচার বিভাগীয় ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটিমাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-জুডিসিয়ারী উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় বিচারিক সেবাসমূহের সব রকম তথ্য সহজে জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে এবং সেবাসমূহ যাতে খুব সহজেই  প্রদান করা যায় সে লক্ষ্যে সার্ভিস প্রসেস ম্যাপ তৈরি করা হয়েছে।
 

এই ওয়েবপোর্টাল কি কি ধরণের তথ্য প্রদান করবে?

বাংলাদেশের বিচার বিভাগ ও  সুরকারি জনপ্রিয় সেবাসমূহের সবরকম তথ্য, বিচারিক কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবপোর্টালের তথ্য, পোর্টালে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবপোর্টাল থেকে সহজে পাওয়া যাবে।

  সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?

সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে জানতে আভ্যন্তরীন ই-সেবার মধ্যে আইন ও বিচার বিভাগের নিয়মিত প্রজ্ঞাপন লিংকে ক্লিক করুন।


বিচার বিভাগীয় ওয়েবপোর্টাল সম্পর্কে সুনির্দিষ্ট কোন মতামত থাকলে কি করবো?

যেকোন ধরনের প্রশ্ন ও মতামতের জন্য ‘মতামত’ লিংকে গিয়ে আপনার নাম, ই-মেইল অ্যাড্রেস সহ প্রশ্ন বা মতামত টাইপ করে “প্রদান করুন” বাটন ক্লিক করুন । 

  কে বা কারা এই ওয়েব পোর্টাল ব্যবহার করতে পারবে?

বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশ হতে সকল শ্রেণীর ব্যবহারকারীগণ তাদের প্রয়োজন অনুসারে এই ওয়েব পোর্টাল ব্যবহার করতে পারবে।

 ১০ বিভিন্ন আদালতে কর্মরত কর্মকর্তাদের তথ্য কোথায় পাওয়া যাবে?

বিচার প্রশাসন (যেমন - http://dhaka.judiciary.org.bd/ ) লিংকে ক্লিক করলে কর্মকর্তাদের তথ্য পাওয়া যাবে।

   কিভাবে ওয়েব অ্যাড্রেস মনে না রেখে আমি জেলা আদালত ও অন্যান্য বিচার বিভাগ সম্পর্কিত প্রতিষ্ঠান এর ওয়েব সাইট দেখতে পারি?
এই জন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন বাতায়ন থেকে ব্রাউজ করতে চান। ধরুন আপনি বিচার বিভাগীয় বাতায়ন থেকে  সামান্য একটি অ্যাড্রেস মনে রাখলেই হবে।“www.judiciary.org.bd”আপনি এই অ্যাড্রেসটি একটি ব্রাউজার ওপেন করে url বার এ উক্ত অ্যাড্রেস লিখে  Enter Press করলেই ওপেন হবে। তার পর একটি Top Nevigation বার আসবে, সেখানে আপনি উচ্চ আদালত, জেলা আদালত, ও ট্রাইব্যুনাল সম্পর্কিত প্রতিষ্ঠানের তালিকা দেখতে পাবেন, এবার আপনি এর উপর মাউসের কার্সরটি নিয়ে click করলেই আপনার কাঙ্খিত বিভাগটি চলে আসবে।

 ১৩জুডিসিয়াল পোর্টাল ফ্রেমওয়ার্ক কি ব্রাউজার ইন্ডিপেন্ডেন্ট (স্বাধীন) ?

সকল ব্রাউজারেই জুডিসিয়াল পোর্টাল ফ্রেমওয়ার্ক ব্রাউজ করা যাবে, এটি সম্পূর্ন ব্রাউজার ইন্ডিপেন্ডেন্ট (স্বাধীন) ।

biography

All Judicial Portals

 

Court Calendar

Sun Mon Tue Wed Thu Fri Sat
28
29
30
1
2
3
4
 
 
 
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1